মাইক্রো বিহেভিয়ার বিশ্লেষণের মাধ্যমে জাতীয় বিগডেটা গড়ে তোলার মাধ্যমে বিনামূল্যের নামে গুগল, ফেসবুক ও ইউটিউব এর কাছে দেশের বিগডেটা তুলে না দেয়া এবং বিজ্ঞাপন বাবদ কোটি টাকা তাদের হাতে তুলে না দেয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুল ইসলাম।
শনিবার আইইবি সদর দফতরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে অনুষ্ঠিত বাংলাদেশের প্রেক্ষাপটে ৪র্থ শিল্পবিপ্লব নিয়ে অনুষ্ঠিত সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপনে এমন পরামর্শ দিয়েছেন তিনি।
উপস্থাপনায় উদ্ভাবন জাতি গঠনে স্টেম শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় চ্যাম্পিয়ন মডেলের ওপর গুরুত্বারোপ করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর এই উপাচার্য। বলেছেন, আগামীতে আইনজীবি, শিক্ষক, চিকিৎসক এবং শ্রমনির্ভর পেশার গুরুত্ব কমলেও শিক্ষায় বাড়বে অনুধাবন ও সৃজনশীল কাজের। গুরুত্বারোপ করেছেন রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রয়োগের ওপর।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী এ. এফ এম সাইফুল আমিন এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।